একাধিক আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে রবি
বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর নেটওয়ার্ক রবি আজিয়াটা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘জেনারেল ম্যানেজার, মোবাইল ভ্যাস’ ও ‘জেনারেল ম্যানেজার, ডাটা বিজনেস, মার্কেট অপারেশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
জেনারেল ম্যানেজার, মোবাইল ভ্যাস
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
জেনারেল ম্যানেজার, ডাটা বিজনেস, মার্কেট অপারেশন
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে ছয় থেকে সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা লিংকড ইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ‘জেনারেল ম্যানেজার, মোবাইল ভ্যাস’ পদে আবেদনের জন্য লিংকড ইনের ‘bit.ly/2fr9Qf7’ এবং ‘জেনারেল ম্যানেজার, ডাটা বিজনেস, মার্কেট অপারেশন’ পদের জন্য ‘bit.ly/2gAXgal’ ওয়েব ঠিকানায় আবেদন করতে হবে।