1038 pay 14 thousand people will be employed Gatekeeper Chittagong Railway
রেলওয়েতে চাকরির স্বপ্ন থাকে অনেকেরই। আর এ স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গেটকিপার পদে ১ হাজার ৩৮ জনকে নিয়োগ করা হবে। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটিতে আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়স ৮-১২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীদের এসএসসি বা সমমান পাস হতে হবে। বয়স ৮-১২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র চিফ পার্সোনেল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রামের দপ্তরে পৌঁছাতে হবে। আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট www.railway.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা কোড ১-৫১৩১-০০০০-২০৩১ তে জমাদানের ট্রেজারি চালানের মূল কপি এবং ৫ টাকার ডাকটিকিটসহ আবেদনকারীর ঠিকানা লেখা দুটি খাম সংযুক্ত করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত একজন গেটকিপার পূর্বাঞ্চল রেলওয়ের আওতাধীন ঢাকা মেট্রোপলিটন এলাকা ১৫ হাজার ৫৫০ টাকা ও চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি করপোরেশন এলাকা ১৪ হাজার ৯৫০ টাকা এবং অন্যান্য স্থানের জন্য ১৪ হাজার ৪৫০ টাকা বেতন পাবেন।