Breaking News

600 at the Ministry of Health and Family Job Circuler, The application process..

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরে ৬০০ জন মিডওয়াইফ নিয়োগ করা হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের বিষয়টি জানিয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি www.bpsc.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এ পদে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করতে হলে আবেদনকারীকে আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি পাস অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। প্রার্থীর বয়স ০১-১১-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।


প্রার্থীদের আবেদন করা আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা বিষয়ে ১৫, ইংরেজিতে ১৫, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে ২০ এবং মিডওয়াইফারি (টেকনিক্যাল) বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। এ পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বইগুলো পড়লে ভালো করা যাবে। সাধারণ জ্ঞান অংশের জন্য পড়তে হবে প্রতিদিনের পত্রিকা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো নিজের আয়ত্তে রাখতে হবে। এ ছাড়া মিডওয়াইফারি (টেকনিক্যাল) বিষয়গুলোর খুঁটিনাটি ভালোভাবে পড়লে এই অংশে ভালো করা যাবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে অবশ্যই ৪০ নম্বর পেতে হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, এমসিকিউ ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানানো হবে।
এমসিকিউ ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।
 যোগাযোগ: এই নিয়োগসংক্রান্ত অতিরিক্ত তথ্য পেতে বিপিএসসির ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে। এ ছাড়া কর্মকমিশন সচিবালয়ে
অফিস চলাকালীন ৫৫০০৬৬৫১ টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে।